You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৭ মার্চ ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাউবি’র শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের শিশু সন্তান, বাউবি ল্যাবরেটরি স্কুল এবং স্থানীয় স্কুলের শিশুদের নিয়ে চিত্রাংকন, বই পড়া ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ হুবহু উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাউবি মুক্তিযুদ্ধ গবেষণা কেদ্র “বই গাড়ী মেলার আয়োজন করে। শিশুদের অনুষ্ঠান এবং বই গাড়ী মেলার উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। উপাচার্য বলেন শিশুদের এই অনুষ্ঠান এবং বই গাড়ীমেলা জাতির পিতার জীবন এবং আদর্শ সম্পর্কে শিশুদেরকে উদ্বুদ্ধ ও সচেতন করে তুলবে। বঙ্গবন্ধুর স¦প্ন ছিল সোনার বাংলার শিশুকিশোররা মানবিক ও আধুনিক শিক্ষার পাশাপাশি খেলাধূলায় বিকশিত হবে। শিশুকিশোরদের মানবিক বিকাশে তাদের সামনে বঙ্গবন্ধুর আত্মত্যাগ-দেশশপ্রেম-সংগ্রাম তুলে ধরতে হবে। এতে শিশুকিশোররা আত্মপ্রত্যয়ী হয়ে বেড়ে ওঠবে। বাউবি এই বই গাড়ীমেলার আয়োজন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বাউবি ক্যাম্পাসে বই মেলার আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।