ধোবাউড়ায় টিসিবির পণ্য বিক্রি সংক্রান্ত প্রেস বিফিং

ধোবাউড়ায় টিসিবির পণ্য বিক্রি সংক্রান্ত প্রেস বিফিং

March 19, 2022 573 Views

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় টিসিবির পণ্য বিতরণ সংক্রান্ত প্রেস বিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ বিফিং অনুষ্ঠিত হয়। বিফিংয়ে অংশগ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, টিসিবির পণ্য বিক্রির করা যাবে না। যদি কোন বিক্রেতা বিক্রি করে বা কোন ক্রেতার কাছে পাওয়া যায় তাহলে, কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে কঠিন হুঁশিয়ারি দেন নির্বাহী অফিসার। এসময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

সাম্প্রতিক