কলেজ ছাত্রীকে উক্তাক্ত করার অভিযোগ করায় মুক্তিযোদ্ধার বাড়িঘরে হামলা

কলেজ ছাত্রীকে উক্তাক্ত করার অভিযোগ করায় মুক্তিযোদ্ধার বাড়িঘরে হামলা

March 19, 2022 100 Views

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি- বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহের ধোবাউড়ায় কলেজ ছাত্রীকে উক্তাক্ত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করায় বীর মুক্তিযোদ্ধার বাড়িঘরে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার গোয়াতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আঃ খালেকের নাতনী ধোবাউড়া মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী জামেলা আক্তার রিয়া আক্তার (১৭) কে কলেজের যাওয়া আসা করার সময় অকথ্য ও অশ্লীল ভাষায় কথাবার্তা বলিয়া যৌন হয়রানী এবং উক্তাক্ত করে আসছে একই গ্রামের গোলাম কদ্দুছের ছেলে সুজন মিয়া (২৮)। গত ১২-০৩-২২ ইং তারিখ রাত্র ১০টায় জামেলা আক্তার রিয়া নিজ ঘরে পড়াশুনা করাবস্থায় অভিযুক্ত সুজন মিয়া ঘরের সামনে গিয়ে নাম ধরে ডাকা ডাকি করে এবং জামেলা আক্তার রিয়া কোন সাড়া না দিলে অশালীন অশ্রভ্র ভাষায় গালিগালাজ করে। পরে জামেলা আক্তার রিয়া ডাক চিৎকার করতে থাকলে বাড়ির লোকজন আসার পর অভিযুক্ত সুজন মিয়া চলে যায়। এঘটনায় কলেজ ছাত্রী জামেলা আক্তার রিয়া বাদী হয়ে ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সুজন মিয়া, একই গ্রামের আঃ হাইয়ের ছেলে লাক মিয়া, আঃ মজিদের ছেলে মুকশিদুলগংরা দেশীয় অস্ত্র নিয়ে বৃহস্পতিবার রাত্র ৯টায় কলেজ ছাত্রী জামেলা আক্তার রিয়া এবং বীর মুক্তিযোদ্ধা আঃ খালেকের বাড়িঘরে হামলা চালায়।এসময় আশে পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে বলে অভিযোগ সুত্রে জানা যায়। ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে।

সাম্প্রতিক