ময়মনসিংহ নগরীর ঘুন্টিতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে ট্রেন চালক আহত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ নগরীর ঘুন্টি রেলস্টেশনে রেলক্রসিং পারাপারের সময় ট্রেন-ট্রাকের সংঘর্ষে ট্রেনের চালক আহত হয়েছে। আহত ট্রেন চালকের নাম মজিবুর রহমান। মঙ্গলবার (২২ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ের উপ-সহকারী নির্বাহী প্রকৌশলী কবির হোসেন রানা। তিনি বলেন, ভোরে জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের দিকে আসছিল। পথিমধ্যে নগরীর ঘুণ্টি রেল ক্রসিং এলাকায় আসতেই হঠাৎ একটি ট্রাক গেটম্যানের নির্দেশনা না মেনে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাক পাশে পড়ে যায়।

এ সময় ট্রেনচালক মজিবুর রহমান আহত হন। এই ঘটনায় ট্রেনের ইঞ্জিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক মজিবুর রহমান নিজ বাসায় চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, “এই ঘটনার পর সঙ্গে সঙ্গে ট্রেনটি উদ্ধার করা হয়। তবে ট্রেনের ইঞ্জিন কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ইঞ্জিন পরিবর্তন করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ট্রেনচালক মজিবুর রহমান বলেন, ভোরে জামালপুরের তারাকান্দি থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। পথিমধ্যে নগরীর ঘুণ্টি রেল ক্রসিং এলাকায় এলে হঠাৎ একটি ট্রাক গেটম্যানের নির্দেশনা না মেনে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। পরে ট্রেন দেখে ট্রাকটি পেছানোর চেষ্টা করেও পেছাতে পারেনি। এতে ট্রাকের সামনের অংশে ট্রেনের ধাক্কা লাগে। ট্রাকের সামনের কাঁচ ভেঙে আমার মাথায় ও শরীরে ঢুকে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখন বাসায় আছি।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার