ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৯

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৯

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীরসহ কোতোয়ালী এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে একটি টীম দাপুনিয়া বাজারস্থ ডি কে জি এস ইউনাইটেড কলেজের সামনে থেকে চুরি মামলার আসামী আসমা ও মরিয়মকে গ্রেফতার করে। এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম খাগডহর বাজার সীমান্ত ক্যান্টিনের সামনে থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী রাব্বী মিয়া ও মিলন মিয়াকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে আরেকটি টীম সানকিপাড়া নয়নমনি মার্কেটের সামনে থেকে মাদক মামলায় মাদক ব্যবসায়ী নাহিদ হাসান আলমকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম বলাশপুর হাক্কানী মোড় থেকে অপহরন মামলার আসামী মোঃ রাসেল মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই ইলিয়াছ খান, এএসআই রুহুল আমীন এবং এএসআই মঞ্জুরুল হক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৩ আসামীকে গ্রেফতার করে। তারা হলো, আজিজুল হাকিম, ইউসুফ আলী ও মোঃ আসাদুজ্জামান। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

LATEST POSTS