গফরগাঁও উপজেলা সংবাদদাতাঃবিএমটিভি নিউজঃ গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পাঁচপাইর বাজার এলাকার ব্রহ্মপুত্র নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন রাতে নদীতে মেয়ে নবজাতকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, একদিন বয়সী ওই নবজাতকের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে- কেউ হত্যা করে নদীতে ফেলে চলে গেছে। তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।