গফরগাঁও উপজেলা সংবাদদাতাঃবিএমটিভি নিউজঃ গফরগাঁও উপজেলার পল্লীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মোঃ লিমন নামে (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। সে ওই এলাকার শামছুদ্দিনের ছেলে। নিহতের ছোট ভাই নাঈম জানান, লিমনের বাড়িতে কল মিস্ত্রীরা কাজ করছিল। মিস্ত্রীদের কাজের সুবিধার জন্য সন্ধ্যায় লাইট জ্বালাতে বিদ্যুতের কাজ করছিল। এসময় বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।