গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ বিএমটিভি নিউজঃ গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে গতকাল শনিবার দিনব্যাপী এই দিবস উপলক্ষ্যে সকালে গফরগাঁও ইসলামিয়া সরকারী হাই স্কুল প্রাঙ্গনে কুচকাওয়াজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও উপজেলার সব স্কুল-কলেজ ও মাদ্রাসায় পৃথক পৃথক ভাবে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস বিশেষভাবে পালন করা হয়।