ধোবাউড়ায় নানা আয়োজনে মহানস্বাধীনতা দিবস পালিত

ধোবাউড়ায় নানা আয়োজনে মহানস্বাধীনতা দিবস পালিত

March 26, 2022 229 Views

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের ধোবাউড়ায় নানা আয়োজনে মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নাটকীয়তার মাধ্যমে দিবসটি ফুটিয়ে তুলেছেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।

সাম্প্রতিক