ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে  মহান স্বাধীনতা দিবস পালিত

ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

March 26, 2022 593 Views

পাবনা প্রতিনিধি ঃ বিএমটিভি নিউজঃ  পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছানেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উৎযাপন হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের প্রধান মোঃ ছানাউল্লা খান রাজু জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে এ দিবস উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে আলোচনা,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে এ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু ও সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মোঃ রেজাউল করিম,রত্নারানী অধিকারী,আমির খসরু, আলমগীর হোসেন,কারিগরি শিক্ষকদের মধ্যে অজিত কুমার,শাহিন আলী,সাব্বির রহমান, শিখা রাণী,সাহানাজ পারভীন, আফতাব হোসেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে মহান মুক্তিযুদ্ধে আহত,শহীদ মুক্তিযুদ্ধো ও স্বাধীনকামী আহত ও নিহত আপামোর জনসাধারণ ও তাদের পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মীজা বখতিয়ার উদ্দিন। এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, কর্মচারী, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক