স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীরসহ কোতোয়ালী এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে ৮ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই(নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর বিজয়নগর গ্রামস্থ ধৃত আসামীর বসতবাড়ী সংলগ্ন তার চাষাবাদকৃত জমিতে পুইশাক ও আখ ক্ষেতের মধ্যে হতে মাদক ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম (৩৫)কে ৩০(ত্রিশ)গ্রাম গাঁজা, যার মূল্য অনুমান ১,৫০০/-(এক হাজার পাঁচশত)টাকা এবং ২৬টি ছোট/বড় কথিত মাদকদ্রব্য তাজা গাঁজার গাছ যার মধ্যে ০৩ ফুট করে লম্বা ১৬টি এবং ০১ ফুট করিয়া লম্বা ১০টি সহ গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আশিকুল হক এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর টাংগাইল বাসষ্ট্যান্ড এলাকা হতে নিয়মিত মামলার আসামী গলগন্ডা ডাইলের বাড়ীর লাদেন(২০)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) শাহ জালাল এর নেতৃত্বে একটি টীম ঢাকা শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় ধর্ষন মামলার আইনের সাথে সংঘাতে জড়িত -শেরপুর নকলার পাঠাকাটার তৌফিক উল্লাহ (১৭) কে গ্রেফতার করেন। সে বর্তমানে কোতোয়ালীর ,কলেজ রোড, মীরবাড়ী মোড় (রুহি এমপির বাসার ভাড়াটিয়া)।
এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চরপাড়া মোড় এলাকা হতে চুরি মামলায় সন্দিগ্ধ হিসাবে আসামী টান কাতলাসেন, মধ্যপাড়ার আলমগীর হোসেন(৩০), কে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) রুহুল আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর আকুয়া বাইপাস এলাকা হতে পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধে আসামী আকুয়ার রফিকুল ইসলাম(৪০ এবং সিলেট মাধবপুর, থানার চৌমুহুনী, কমলাপুরের মাসুক মিয়া (৩০)কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এএসআই(নিঃ)আমিনুল ইসলাম ও এএসআই(নিঃ)মঞ্জুরুল হক জিআর গ্রেফতারী পরোয়ানায় জিআর গ্রেফতারী পরোয়ানায় সুতিয়াখালী (বাজারের দক্ষিন পার্শ্বে), শাওন মিয়া(২৮), উজান ঘাগড়ার মজুন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।