You must need to login..!
Description
পাবনা থেকে আব্দুল খালেক খানঃ বিএমটিভি নিউজ ডেস্কঃ উত্তম জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে গত সোমবার রোটা:ডা.মোজাফফর রহমান ক্যান্সার ডিটেকশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যান্সার ডিটেকশন সেন্টারের মাধ্যমে মহিলাদের স্তন ক্যান্সার, জরায়ু-মুখে ক্যান্সারের সহজে রোগ নির্ণয় ও নিরাময়ের ব্যবস্থা থাকবে। স্তন ক্যান্সারে এক্সরে পরীক্ষা ম্যামোগ্রাফি, ব্রেস্টের রুটিন এক্সরে স্ক্রিনিং এবং ডায়াগনস্টিক এর মাধ্যমে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা থাকবে। এছাড়াও জরায়ু-মুখে ক্যান্সার রোগীরা প্যাপ স্মেয়ার ও কল্পোস্কোপি, ভায়া পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় সহ রোগীরা চিকিৎসা নিতে পারবে। টিএমএসএসের উপনির্বাহী পরিচালক রোটাঃ ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অবহেলিত উত্তরাঞ্চলে ক্যান্সার চিকিৎসার দ্বার উন্মেচিত করলো টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল।রোটা: ডা.মোজাফফর রহমান ক্যান্সার ডিটেকশন সেন্টার” উদ্বোধন করে ডা.মোজাফফর রহমানের মেয়ে মহিলা বিষয়ক অধিদফতরের সাবেক মহাপরিচালক গোল আফরোজ মাহবুব বলেন,আমাদের এ প্রচেষ্টা সাধারণ মানুষদের জন্য তারা উপকৃত হলে এ উদ্যোগ সফল হবে। টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বলেন,দেশের আর্থিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। টিএমএসএস সেই লক্ষে কাজ করছে আগামীতেও করবে। মানবতার সেবায় এমন উদ্যোগ অব্যহত থাকবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম,দৈনিক সংবাদ কণিকা সম্পাদক আনিসুর রহমান,রোটারিয়ান পারভেজ, ডা.আসিকুল ইসলাম,ডা.আনজুমান আরা বেগম,রোটারী ক্লাব রমনা প্রেসিডেন্ট আলাউদ্দিন মজিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরমর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল। প্রজেক্টরের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন ডা.মোঃ মাহবুব-উর-রহিম ও ডা. সোহেলা পারভীন। ডাঃমোজাফফর রহমান ক্যান্সার ডিটেকশন সেন্টার রোটারী ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্রান্ড প্রজেক্ট জিজি ১২৫০০২,হোস্ট ক্লাব-রোটারী ক্লাব অফ রমনা ঢাকা ও ইন্টারন্যাশনাল পার্টনার রোটারী ক্লাব চেম্বার ওয়েস্ট এর সহযোগিতায় ও বাস্তবায়নে অংশীদার। অনুষ্ঠানে মরহুম মোজাফফর রহমানের মেয়ে গোল আফরোজ মাহবুব তার বোন,পরিবারের সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।