You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদ্বয় সহ মোট ১১জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর জিলা স্কুল মোড় হতে আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদ্বয় ০৭নং শেরপুর পুকুর আমলাপাড়ার শুভ জিদ কানুনগো ওরফে শুভ (১৪), ও দিঘারকান্দা, মধ্যপাড়ার তাহসানুল হক ওরফে তাহসান(১৪)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) শাওন চক্রবর্তী এর এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর এলজিইডি অফিস সংলগ্ন কালিবাড়ী পাটগুদাম রোডস্থ জনৈক কামাল আহমেদ এর কামাল অটো পার্টসের দোকানের সামনে পাকা রাস্তার উপর এবং ঢাকা বাইপাস মোড়স্থ হাবিবুল্লাহ এর টিনশডে চায়ের দোকানের সামনে হতে মাদক মামলার আসামী পাটগুদাম ব্রীজ মোড় (বিহারী ক্যাম্প) ফয়সাল হাসান(২৮) এবং দস্যুতার চেষ্টায় আসামী মোঃ রাহুল (২৯) পাটগুদামের সাব্বির হোসেন (২৫) কে গ্রেফতার করেন।
এসআই আনিছুর রহমান ও এসআই আমিনুল ইসলাম তাদের নিজ নিজ চুরি মামলায় সন্দিগ্ধ আসামী মোঃ জাহিদুল ইসলাম(৩০), আব্দুল মজিদ(৫৫), শাহজালাল,ও শহিদুল ইসলাম শহীদ(৩০) গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই কামাল, এএসআই সোহেল, ও এএসআই মঞ্জুরুল হক জিআর পরোয়ানায় তিন কোন পুকুর পাড়, রানা মিয়া, সানকিপাড়া, আব্দুল্লাহ গলির সাগর (৩০), সিআর পরোয়ানায় বাজিতপুর, শম্ভুগঞ্জ সরকার বাড়ীর লিয়াকত আলীকে গ্রেফতার করা হয়। , গ্রেফতারকৃত প্রতেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।