গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মাদক কারবারির নাম মোঃ ছিদ্দিক (৫২)। সে উপজেলার উস্থি ইউনিয়নে ভূষারবাড়ী এলাকার মৃত মোঃ আজিম উদ্দিনের ছেলে।
পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, গ্রেফতার হওয়া মাদক কারবারি ছিদ্দিকের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তার বসত ঘর থেকে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে প্রায় চার কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। মাদক কারবারি ছিদ্দিকের বিরুদ্ধে ৫টির অধিক মাদক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।