টিএমএসএসের বনায়ন ব্লক থেকে গাছ কাটায় অসন্তোষ প্রকাশ

টিএমএসএসের বনায়ন ব্লক থেকে গাছ কাটায় অসন্তোষ প্রকাশ

April 10, 2022 269 Views

পাবনা থেকে আব্দুল খালেক খানঃ বিএমটিভি নিউজঃ  উপর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের সবুজ বনায়ন ব্লক থেকে কে বা কারা নাশকতামূলক ভাবে সম্প্রতি ৩৫ টি বিভিন্ন জাতের তরু-তাজা গাছ গত রাতে কর্তন করেছে। এ ব্যাপারে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগম তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এমন জঘন্যতম নাশকতামূলক ঘটনার প্রেক্ষিতে অত্র এলাকা ও শাখারিয়া ইউনিয়নের আপামোর জনসাধারণ এবং চেয়ারম্যান,মহিলা মেম্বার অন্যান্য মেম্বার ও বগুড়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গদের নিয়ে জরুরি আলোচনা অনুষ্ঠিত হয়। টিএমএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম সবাইকে সাথে নিয়ে আলোচনা সভায় অসন্তোষ প্রকাশ করছেন। আলোচনা ও মতবিনিময় সভায় এর দৃষ্টান্ত মূলক বিচার দাবি জানানো হয়।

সাম্প্রতিক