পাবনা থেকে আব্দুল খালেক খানঃবিএমটিভি নিউজঃ দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের সাতক্ষীরা জোন কর্তৃক আয়োজিত বিএম ও এএমদের সমন্বয়ে সংস্থার জানুয়ারি থেকে মার্চ মাসের কার্য অগ্রগতি পর্যালোচনা ও এপ্রিল মাসের কর্মকৌশল নির্ধারণ বিষয়ক দিন ব্যাপি কর্মশালা ১২/৪/২২ তারিখ টিএমএসএসের সাতক্ষীরা জোনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি কর্মশালায় সাতক্ষীরা জোনের জোনাল কর্মকর্তা মোঃ আঃ বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের পরিচালক হেম মোঃ মাহাবুবুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোঃ আঃ রাজ্জাক।দিন ব্যাপি এ কর্মশালায় টিএমএসএসের খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য প্রধান অতিথি মোঃ মাহবুবুর রহমান কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি নতুন,নতুন সদস্য নির্বাচন করে নতুন,নতুন দল গঠন করতে কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন।তিনি ঋণী সদস্য বৃদ্ধি, কর্ম এলাকায় নতুন নতুন কার্যক্রম চিহ্নিত করে কর্ম কৌশল গ্রহণ,বকেয়া আদায় জোরদার কারনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি বিশেষ আহবান জানান। তিনি ঋণ বিতরনে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।বিশেষ অতিথি উপপরিচালক মোঃ আঃ রাজ্জাক উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। কর্মশালায় সহকারী পরিচালক আরিফুর রহমান, মোঃ মাহাবুবুল হাসান, জোনাল ম্যানেজার মাসুদুর রহমান, জোনের সকল এরিয়া ও শাখা প্রধানগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোঃ মাহবুবুর রহমান এ এলাকায় প্রোগ্রামের অগ্রগতি পর্যালোচনা কার্যক্রম বৃদ্ধি,গুনগতমান উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি সকল কর্মকর্তা ও এরিয়া প্রধান কে যুগোপযোগী হয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান।