ময়মনসিংহে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ঃ  লাখ টাকার হেরোইন উদ্ধার

ময়মনসিংহে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ঃ লাখ টাকার হেরোইন উদ্ধার

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে লাখ টাকা মুল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে
এসআই(নিঃ) শাওন চক্রবর্তী নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার কৃষ্টপুর এলাকা হতে অন্যান্য মামলার আসামী চর গোবিন্দপুরের শেখ মোঃ মোস্তফা কামাল(৫০), কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহম্মেদ নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ডিবি রোডস্থ সায়েম হাসপাতালের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী চামড়া গুদাম, আব্দুর রহিম(৩৫), কে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ১০(দশ)পুটলা হেরোইন, ওজন ১০(দশ) গ্রাম, মূল্য ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) হারুনুর রশিদ নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার নিমতলা অষ্টধার সাকিনস্থ আসামীর নিজ বাড়ী হতে ৫৪ ধারায় আসামী নিমতলা অষ্টধারের শামসুন্নাহার (৪০)কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ)দিদার আলম, এএসআই(নিঃ) দুলাল চন্দ্র রায়, এএসআই(নিঃ)আবুল কালাম আজাদ অত্র থানা এলাকা অভিযান চালিয়ে ০৪টি জিআর বডি তামিল করেন। জিআর পরোয়ানায় চর রাঘবপুর, জবান আলী, অলিপুর, হেলাল উদ্দিন (৫৫), সেলিম আহম্মেদ (৩৫), কুষ্টিয়া নদীরপাড় স্বপ্না আক্তার (১৮) গ্রেফতার করা হয়। সকলেই ময়মনসিংহ-কোতোয়ালী থানা এলাকার।

গ্রেফতারকৃত প্রতেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।