বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে নববর্ষ পালন

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে নববর্ষ পালন

bmtv new No Comments

পাবনা থেকে আব্দুল খালেক খানঃবিএমটিভি নিউজঃ    দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের উদ্যোগে ঠেঙ্গামারার মমইন বিনোদন জগতে গতকাল বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন পরবর্তী কর্মকর্তাদের সাথে বৈঠক করেন টিএমএসএসের নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন বাংকের পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগম।
তিনি গ্রামীন ঐতিহ্য ও কৃষ্টি সংস্কৃতিকে ধারণ করতে টিএমএসএসের কর্মকর্তাদের পাশাপাশি অন্যদের এগিয়ে আসার প্রতি আহবান জানান। প্রতি বছরের ন্যায় এ বছরেও টিএমএসএস বাংলা নববর্ষে পালন ও মেলার আয়োজন করে গ্রামীণ ঐতিহ্যকে ধারণ ও লালন করতে চেষ্টা করছে। আগামীতে টিএমএসএস আরো বড় আকারে বাংলা নববর্ষ পালনের উদোগ গ্রহণ করবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান,পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের চিকিৎসকবৃন্দ,পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান,টিএমএসএসের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা, এনজিও কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,স্থানীয় নেতৃবৃন্দ,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।