You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জুয়াড়িসহ ১১ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে বিভিন্ন অপরাধে ৯ জুয়াড়িসহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।
এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর ভাটি দাপুনিয়াস্থ জনৈক মোঃ বিল্লাল হোসেন এর বসতঘর হতে জুয়া প্রশিকিউশনের আসামী উজান ঘাগড়ার মোঃ রুবেল (২৪), মোঃ লাল মিয়া (৪৫), মোঃ সুরুজ(৫০), গৌরীপুর থানার তাতরাকান্দার, আবুল কালাম (৪৮), মোঃ ফেরদৌস (৩৮), তারাকান্দা থানার রাজদাড়িকেল, মানিক মন্ডল(২৮) ও গাবারগাতির, মোঃ সোহরাব(৩৫), পূর্বধলা থানার পাবই মাঝপাড়ার মোঃ সোহেল (৩০), নেত্রকোনা, বারহাট্টা সুসং ধোবাউড়া, জুয়েল (২৯) কে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে সর্ব মোট নগদ ১,৪০০/- (এক হাজার চারশত) টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২ (বায়ান্ন) টি তাস উদ্ধার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নি) টিটু সরকার এবং এএসআই(নিঃ) মাসুম রানা অত্র থানা এলাকায় অভিযান চালিয়ে ০২টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় কেওয়াটখালী রেলওয়ে কলোনীর দেলোয়ার (৩৫), ভাটি দাপুনিয়া কশাইবাড়ীর খলিল ওরফে মোঃ খলিলুর রহমান আরিফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।