স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ এর নেতৃত্বে এক বিশ্বাস্য অভিযান। এক রাতে হারিয়ে ও চুরি হওয়া ১০ টি স্মাট ফোন উদ্ধার করে রেকর্ড করলেন। স্মার্টফোন হারালেই সোজা তার কাছে ছুটে যান এই পুলিশ কর্মকর্তার কাছে। সেলফোন উদ্ধার করে মালিকের কাছে ফেরতও দেন। মানুষের উপকার করতে পারায় কাজটি বেশ উপভোগ করছেন তিনি। ওসি ফারুক এরআগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখায় সুনামের ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন ।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওসি ফারুক আহম্মেদের নির্দেশে রোববার (১৭ এপ্রিল) দিবাগত রাতভর অভিযান চালিয়ে এসআই ওসমান গণি, এএসআই মোজাম্মেল হক ও কনস্টেবল আদনান আহমেদের একটি দল গফরগাঁওয়ের রসুলপুর, ভাড়া, হাটুরিয়া উথুরী ও চরআলগী থেকে ১০টি স্মাট ফোন উদ্ধার করে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে গফরগাঁও থানায় স্মাটফোন মালিকদের কাছে হস্তান্তরের সময় কয়েকজন জানান, কখনও ভাবিনি ফোনটি ফিরে পাবো। হঠাৎ করে থানায় ডেকে নিয়ে ফোন হাতে তুলে দেয়ায় অনেকটা অবাক হয়েছি। কেননা কখনো আমরা ভাবিনি স্মার্টফোন উদ্ধার হবে। তবে এই ভেবে জিডি করি যাতে আমার হারিয়ে যাওয়া ফোন দিয়ে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করলে যাতে সেই দায়ভার আমাদের উপর না পরে।
এব্যাপারে গফরগাঁও থানার ওসি মো. ফারুক আহম্মেদ বলেন, মোবাইল ফোন এখন মানুষের জীবনের অত্যাবশ্যকীয়, একইসঙ্গে একটি মূল্যবান এবং শখের বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাই স্বাভাবিকভাবেই একটি ফোন চুরি বা হারিয়ে গেলে এর মালিক ক্ষতিগ্রস্থ হন। দায়িত্ববোধ থেকেই খুব গুরুত্বের সঙ্গে উদ্ধারে তৎপরতা চালাই।