পাবনা থেকে আব্দুল খালেক খানঃ বিএমটিভি নিউজঃ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ঝিনাইগাতি শাখা ২০/৪/২২ তারিখ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ঝিনাইগাতি টিএমএসএসের ৮৯৪ তম শাখার নতুন ম্যানেজার মোঃ আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএসের পরিচালক অপারেশন ২ মোঃ রেজাউল করিম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের টাঙ্গাইল জোনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান ও আই এফ আই সি ব্যাংকের ঝিনাইগাতি শাখার ম্যানেজার আশিব আতিক ইসতিয়ার।প্রধান অতিথি এ শাখার মাধ্যমে এলাকায় নতুন,নতুন সদস্য নির্বাচন করে নতুন,নতুন দল গঠন করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি এ শাখার কর্ম এলাকায় নতুন কার্যক্রম চিহ্নিত করে কর্ম কৌশল গ্রহণ করতে কর্মকর্তাদের প্রতি বিশেষ আহবান জানান। তিনিঋণ বিতরনে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।প্রধান অতিথি অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রমে গতিশীল আনতে কমকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের জামালপুর এরিয়া প্রধান মোঃ সাজু মিয়া ও স্কুল শিক্ষক হারুনর রশীদ প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথি মোঃ রেজাউল করিম সকল কর্মকর্তা ও এরিয়া প্রধান কে যুগোপযোগী হয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান। শাখা উদ্বোধনী অনুষ্ঠানে সতের জন নবাগত সদস্যদের মধ্যে ৭ লাখ ৬০ হাজার টাকা বিনিয়োগ করা হয়।