স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজের মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রশিদ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ ওই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল হক মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আব্দুর রশিদ বিকেলে খামারে মুরগির খাবার দিতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ঠে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।