ফুলবাড়ীয়ায় প্রবাসী ঐক্য সমাজসেবার ইফতার মাহফিল

ফুলবাড়ীয়ায় প্রবাসী ঐক্য সমাজসেবার ইফতার মাহফিল

bmtv new No Comments

এনায়েতর রহমান,ফুলবাড়ীয়া ঃবিএমটিভি নিউজঃ ময়মনসিংহে ফুলবাড়ীয়া উপজেলায় প্রবাসী ঐক্য সমাজসেবা সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২১ এপ্রিল) পলাশীহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ডাঃ তোফাজ্জল হোসেন সভাপতি পলাশীহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মোঃ শামছুল হক, অধ্যক্ষ, পলাশীহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম সুপারিন্টেন্ডেন্ট, পলাশীহাটা দাখিল মাদ্রাসা, এম এ মগনী, প্রধান শিক্ষক শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, কিশোর চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজসহ শিক্ষক, সাংবাদিক, প্রবাসী পরিবারের সদস্য, ইউপি সদস্যবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসী ঐক্য সমাজসেবা সংগঠন বাংলাদেশ ইউনিটের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ আগত অতিথিদের স্বাগত জানান।