You must need to login..!
Description
পাবনা থেকে আব্দুল খালেক খানঃ বিএমটিভি নিউজঃ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস পরিচালিত টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের নিয়ন্ত্রিত ঢাকা শাখার সাব-ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প অতি সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে সদস্যদের মাঝে হাসপাতাল নগদ সুবিধার টাকা প্রদান করা হয়।পরে এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ও মতবিনিময় সভায় দেশের অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে এ হাসপাতালের মাধ্যমে জরুরি সেবা ও সহায়তার ব্যাপারে আলোচনা করা হয়। এ প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য বিষয়ক সেবা আর্থিক সেবা প্রদান করা হয়ে থাকে। টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগম এর দিক নির্দেশনা মোতাবেক এ প্রতিষ্ঠানেের মাধ্যমে নিয়মিত সেবা প্রদান করা হয়ে থাকে।