স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জন আসামীকে গ্রেফতার করেছে। সেইসাথে মাদক উদ্ধার করা হয়েছে
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে মাদক উদ্ধার করা হয়েছে।
এসআই(নিঃ) শাওন চক্রবর্তী এর এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চরকালিবাড়ীর (৩২নং ওয়ার্ড ) থেকে পাওয়ার হাউজগামী রাস্তায় জনৈক মোজাম্মেল (৩৫) এর ওয়ার্কসপের সামনে হতে মাদক মামলার চুরখাই নেহালিয়াকান্দার মেহেদী হাসান (২২), (এপি/সাং-চর কালিবাড়ী মধ্যপাড়া), কে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ৪০( চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০৪(চার) গ্রাম, মূল্য অনুমান ২০,০০০/-(বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) টিটু সরকার এর এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর ছোট বাজার এলাকা হতে নারী ও শিশু মামলার আসামী রহমতপুর বাজারের রিয়াজুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা হতে চুরি পুরাতন মামলার পচা পুকুরপাড়, এলাকার শান্ত (১৯), কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)মানিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর শিকারীকান্দা মোড়ে সরকারী পাঁকা রাস্তার উপর ননএফআইআর প্রশিকিউশনে আসামী ৩৬ বাড়ী কলোনীর জাহিদুল ইসলাম (২০), ও বন্দমদল, চুরখাইয়ের, নিজামুল ইসলাম (২২)কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নি)টিটু সরকার এবং এএসআই(নি) শওকত অত্র থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে কোতোয়ালীর ২টি সিআর বডি তামিল করেন।
সিআর গ্রেফতারী পরোয়ানায়- আজমতপুরের মোঃ আনোয়ার হোসেন, (আনু)কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।