পাবনা থেকে আব্দুল খালেক খান।।
বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগম গতকাল বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরল হামিদ এমপি‘র সঙ্গে ঢাকায় বাংলাদেশের অনুন্নত প্রত্যন্ত অঞ্চলে গ্যাস ভিত্তিক শ্রম ঘন শিল্প কারখানা গুলিতে নিরবিচ্ছিন্ন গ্যাস,বিদ্যু সরবরাহ করার গুরুত্ব এবং কারিগরি দিক বিষয়ে আলোচনা করেন।
টিএমএসএস‘র নির্বাহী পরিচালক ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম মন্ত্রীকে টিএমএসএস এর বিগত বার্ষিক সাধারণ সভার কার্যপত্র/মেমো বহি: প্রদান করেন। এ সময় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারী, অফিস স্টাফ ও নিবাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।