পাবনায় আকবর হোসেন স্মৃতি পাঠাগারের ইফতার মাহফিল

পাবনায় আকবর হোসেন স্মৃতি পাঠাগারের ইফতার মাহফিল

bmtv new No Comments

পাবনা থেকে আব্দুল খালেক খান : বিএমটিভি নিউজঃ  পাবনা সদর উপজেলার আকবর হোসেন স্মৃতি পাঠাগারের উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ২৮ এপ্রিল, দোপকোলা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সাধারণ কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান। দৈনিক স্বদেশ প্রতিদিন এর পাবনা জেলা প্রতিনিধি রফিকুল আলম রঞ্জু এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন দোগাছি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার শফিউল আজম মোল্লা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী প্রামানিক,আব্দুল করিম প্রামানিক, মাহিন আহমেদ আজাদ,জয়েন উদ্দিন শেখ,শরিফুল আলম মঞ্জু প্রমুখ।
প্রধান অতিথি আব্দুর রহমান বলেন, রমজান আমাদের ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। ধৈর্য ও ত্যাগের মাধ্যমে আমরা সামাজিক উন্নয়নে পরস্পরে সহযোগিতা করতে পারি।
তিনি আরো বলেন, একটি সমৃদ্ধশালী দেশ গঠনে জ্ঞান চর্চার বিকল্প নাই, শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তিরাই কল্যাণমূলক সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
তিনি বলেন,জ্ঞান চর্চায় পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই আকবর হোসেন স্মৃতি পাঠাগারকে একটি সমৃদ্ধ পাঠাগার এ পরিণত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে এলাকার দুই শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,সমাজ সেবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।