গফরগাঁওয়ে শেষ কেনাকাটায় তরুণ-তরুনীরা ছুটছে ইমিটেশন ও জুতার দোকানে ও পুরুষরা ছুটছে সেমাই মশলার দোকানে

image

You must need to login..!

Description

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ গফরগাঁও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের হরেক রকম দোকানে শেষ মর্হুতে উপচে-পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কেনাকাটার শেষ বেলায় তরুণ-তরুনীরা সেলুন ও বিউটি পার্লারে নিজেকে ভালভাবে সাজগোজ করে নিচ্ছে। ছেলেরা সেলুনে গিয়ে চুল-সেভ শরীরকে বিভিন্ন ভাবে মেকাপ করে নিচ্ছে। মেয়েরা বিউটি-পার্লারে গিয়ে হাতে মেহেদী ও চুল বিভিন্ন ভাবে কেটে নিচ্ছে সৌন্দর্ষ বৃদ্ধির জন্য। অন্যদিকে ইমিটেশনের দোকান হতে মেয়েরা হরেক রকমের জিনিষপত্র ক্রয় করছে। বাড়ির সংসারের প্রধান ব্যক্তিরা শেষ মর্হুতে বাজার মশলা তৈলসহ প্রয়োজনী দ্রবাদ্রি ক্রয় করছে। গফরগাঁও কলেজ রোডের জামতলার মোড়ের মেসার্স মহাদেব ষ্টোরের মালিক মহাদেব জানান, বিগত কয়েক বছরের মধ্যে এবারের প্রথম লম্বার ছুটি হওয়ার ফলে ঈদের আনন্দ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে লোকজন কেনাকাটা করছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার