ধোবাউড়া উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধোবাউড়া উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ধোবাউড়ায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সোহাগের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ডেভিড রানা চিসিম‌।


এ সময় ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, ধোবাউড়া মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, অধ্যাপক নাজমুল হক, সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খান বিপ্লব, বরকত উছমান, উপজেলা যুবলীগ নেতা আবু সুফিয়ান, উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব আব্দুল কুদ্দুছ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।