বগুড়ায় টিএমএসএসের উদোগে গরীব দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়ায় টিএমএসএসের উদোগে গরীব দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

April 30, 2022 336 Views

পাবনা থেকে আব্দুল খালেক খানঃ  বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের উদ্যোগে ৩০/৪/২২ এপ্রিল বগুড়ার নওদাপাড়া বিসিএল কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার গরীব দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
টিএমএসএসের জীবন সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম। অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-নির্বাহী পরিচালক-১ মোঃ আব্দুল কাদের,উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএস‘র সাধারণ পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ‘র শিক্ষক প্রফেসর ড.মোহাঃ হাসানাত আলী,পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান,পরামর্শক মোঃ শহিদুল ইসলাম খান,পরিচালক শাহজাদী বেগম,বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান। টিএমএসএস নির্বাহী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে তিন হাজার গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন দাতা, টিএমএসএস এর পরিচালনা পর্ষদ সদস্য,পরামর্শক,উপদেষ্টা,পরিচালক,বিভিন্ন বিভাগ ও ডমিন প্রধানগণ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ সামগ্রী প্যাকেটের মধ্যে রয়েছে ভাতের চাল,লাচ্ছা সেমাই,তেলের লাচ্ছা সেমাই,বুটের ডাল,পোলার চাল,কেয়া সাবান,মেরিল সাবান,সুলতান বল সাবান,সয়াবিন তেল,মিষ্টি আলু,চিনি,পেঁয়াজ,লাউ,মুড়ি, শাড়ী/লুঙ্গি।
টিএমএসএস এর আয়োজনে গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণে অর্থ ও বিভিন্ন পণ্য সামগ্রী দিয়ে বিভিন্ন সংস্থ্য,প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যাক্তিগণ সহায়তা করেছেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক