নাটোরে টিএমএসএসের কর্মসূচি বাস্তবায়নে কর্মশালা

image

You must need to login..!

Description

পাবনা থেকে আব্দুল খালেক খান ঃ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের নাটোর ডোমেইন কর্তৃক আয়োজিত নাটোর ডোমেইনের অধীন সকল এরিয়া ম্যানেজার ও জোনাল ম্যানেজারদের সমন্বয়ে সংস্থার কর্মসূচি বাস্তবায়নের কৌশল আলোকপাত ও কর্মকৌশল নির্ধারণ শীর্ষক কর্মশালা আজ ১০মে টিএমএসএসের নাটোর ডোমেইন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের সেকটর প্রধান উপ নিবার্হী পরিচালক ৩ মোঃ সোহরাব আলী খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের পরামর্শক মোঃ খায়রুল ইসলাম ও পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান। কর্মশালায় টিএমএসএসের কর্মকান্ড বাস্তবায়নের কৌশল বিষয় নিয়ে আলোকপাত করেন সেক্টর প্রধান সোহরাব আলী খান। তিনি নতুন,নতুন কৌশল নির্ধারন করে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি এলাকার কার্যক্রম চিহ্নিত করে কর্ম কৌশল গ্রহণ,বকেয়া আদায় জোরদার কারনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি মোঃ খায়রুল ইসলাম ও মোঃ মাহাবুবর রহমান সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। কর্মশালায় টিএমএসএসের নাটোর ডোমেইনের জোনাল ম্যানেজার মোঃ আরিফুল বাশার, মোঃ সাইদুর রহমান, মোঃ আবু সায়েম,উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ,পাবনা এরিয়া ম্যানেজারদের মধ্যে মোঃ আনিসুর রহমান, পুষ্পপাড়ার মোঃ আঃ রাজ্জাক, ঈশ্বরদীর মোঃ বেলাল হোসেন ও সুজানগর এরিয়ার মোঃ জালাল উদ্দীনসহ সংশ্লিষ্ঠ এরিয়া ম্যানেজারগন এ কর্মশালয় অংশ নেয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার