You must need to login..!
Description
পাবনা প্রতিনিধি : পাবনার টিএমএসএসের দোগাছি শাখার সদস্যদের সাথে টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আব্দুল খালেক খান ঋন বিতরন, খেলাপি, মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগ শীর্ষক এক মতবিনিময় গতকাল ১১এপ্রিল দোগাছি কার্যালয়ে অনুষ্ঠত হয়। তিনি টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি ঋণ গ্রহণকারী সদস্যদের ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ করার আহবান জানিয়ে খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ পরিশোধ করতে সদস্যদের প্রতি আহবান জানান। টিয়া প্রতিনিধি নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য সদস্যদের প্রতি পরামর্শ দেন। এ সময় সদস্যদের মধ্যে মোছাঃ সম্পা খাতুন, মোছাঃ খাদিজা খাতুন,মোঃ শরিফুল ইসলাম ও মোঃ আসাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আব্দুল খালেক খান দোগাছী শাখার বিভিন্ন এলাকার সদস্যদের মধ্যে ঋন বিতরন কার্যক্রম অবজারভেশন করেন।শাখায় ঋণ বিতরন কার্যক্রম পরিচালনা করেন এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক,শাখা প্রধান মোঃ আব্দুল হাই সহ সকল স্টাফ উপস্থিত ছিলেন।