You must need to login..!
Description
এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকেঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের হুরবাড়ী পশ্চিম পাড়া গ্রামে ঝড়ে খামারীর ঘর ভেঙ্গে চাপা পড়ে ৫ শতাধিক লেয়ার মুরগীসহ, এক গরু মারা গেছে। ঝড়ে ভেঙ্গে গেছে অর্ধশত ঘরবাড়ী ও গাছপালা। শুক্রবার (১৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঝড়টি ইউনিয়নের হুরবাড়ী পশ্চিম পাড়া গ্রামের উপর দিয়ে বয়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত দেড়টার দিকে বৃষ্টির সময় ঝড়ের সৃষ্টি হয়। ঝড়ে ঐ গ্রামের খামারী নজরুল ইসলামের ৫ শতাধিক লেয়ার মুরগী ঘর চাপা পড়ে মারা যায়। কৃষক আ: বারেকের বসতঘর ও গোয়ালঘর ঝড়ে ভেঙ্গে চাপা পড়ে একটি গাভী গরুর মারা গেছে। অপর একটি ষাড় গরুর মারাতœক ভাবে আহত হয়েছে। ঝড়ে মুন্নাফ, ছিদ্দিকসহ ৫/৬ জনের ঘর ভেঙ্গে গিয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ঝড়ে ভেঙ্গে গেছে অর্ধশত ঘরবাড়ী। ঝড়ে প্রাথমিক ভাবে ৫০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তাকে বলেছি সরজমিনে তদন্ত পূর্বক সরকারী নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে।