স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৮জনকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আবুল কাশেম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ছোটবাজারস্থ জিলানী পট্রিগামী পাকা রাস্তার মাথার উপর হতে পরিবেশ সংরক্ষন মামলার আসামী সুজন হোসেন ওরফে মানিক রতন(১৯), জাতীয় পরিচয়পত্র নং- ৫৫৬৪৪৬৫৪৯, পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-বভারবের, ০৬নং ওয়ার্ড, থানা-বেনাপোল, জেলা- যশোরকে পৌণে ৩ হাজার কেজি পলিথিন ব্যাগ, যার মূল্য পাঁচ লক্ষ সাতশত ষাট টাকা, ১ টি কভার ভ্যান গাড়ি, ১ টি ড্রাইভিং লাইসেন্স, ১ টি সবুজ রংয়ের পরিচয়পত্র সহ গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার গাঙ্গিনারপাড় রোডস্থ বারী প্লাজার সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী আকুয়া লিচু বাগানের রাকিব হোসেন(২৩) ও ৩০নং কালিবাড়ী রোডের নবী হোসেন বাবু (৪০)কে বিশ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, ওজন দুই গ্রাম, যার মূল্য দশ হাজার টাকা সহ গ্রেফতার করেন।
এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম সরকারী পাকা রাস্তার উপর হতে ননএফআইআর প্রশিকিশনে আসামী চর গোবিন্দপুরের রফিকুল ইসলাম(২৫)কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ)মানিকুল ইসলাম, এসআই (নিঃ)রাশেদুল ইসলাম, এএসআই (নিঃ) রেজাউল করিম, এএসআই(নিঃ)হযরত আলী থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ১জিআর ও ৩টি সিআর মোট ৪টি গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। জিআর বডির আকুয়া কান্দা পাড়ার হৃদয় হাসান, সিআর বডি ৬৭, বাঁশবাড়ী কলোনীর বাবু মিয়াকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।