গফরগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও অপহরণকারী আসামীসহ গ্রেফতার ২

image

You must need to login..!

Description

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ গফরগাঁও থানা পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে রোববার (১৫ মে) অভিযান চালিয়ে সাজাঁপ্রাপ্ত আসামী ১জন ও অপহরনকারী একজনসহ দু’জনকে গ্রেফতার করে ময়মনসিংহ আদালতে প্রেরণ করে । এরা হলেন, গ্রেফতারী পরোয়ানা এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ৪নং সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের পন্ডিতের ছেলে কাজল (৪০)। অপহরণকারী আসামী হলেন চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মড়ল পাড়াগ্রামের মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ পিয়াস মিয়া (২২)। উল্লেখ্য, অপহরনকারী মোঃ পিয়াস মিয়া ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতনের দমন আইনের মামলার ভিকটিম মোছাঃ নাজমিন ইসলাম রত্না (১৮)কে কাশিমপুর থানার গাজীপুর হতে অপহরণ করে পরে পুলিশ তাকে উদ্ধার করে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার