ফুলবাড়ীয়ায় বিকাশ ব্যবসায়ীর বাড়ীতে চুরি

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে   ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর গ্রামে বিকাশের এজেন্ট শফিকুল ইসলামের বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা জানালার গ্রিল কেটে স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ৭৫ হাজার টাকাসহ তিন ভরি ওজনের স্বর্নাংকার চুরি করে নিয়ে যায়। সোমবার (১৬ মে) দিবাগত রাত ১২ টার পরে কোন এক সময় ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার এস আই ইমদাদুল হক।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্তোষপুর কান্দুর বাজারের বিকাশের এজেন্ট শফিকুল ইসলাম সোমবার (১৬ মে) রাত ১২ টার সময় দোকান থেকে বাড়ীতে গিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোর ৪ টার দিকে তার স্ত্রী আইরিন ঘুম থেকে সজাগ পেয়ে দেখেন ঘরের জানার গ্রিল কেটে স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ৭৫ হাজার টাকা ও তিন ভরি ওজনের স্বর্নালংকার চোরেরা চুরি করে নিয়ে গেছে। শফিকুল ইসলামের ছোট ভাই হাফিজ জানান, তিন বছর আগে তাদের বাড়ী থেকে দুটি টিভিএস মেট্রো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে ছিল।

ফুলবাড়ীয়া থানার এস আই ইমদাদুল হক বলেন, ” খবর পেয়ে ওসি আবুল কালাম আজাদসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হব।”

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার