ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ৬ জুয়াড়িসহ গ্রেফতার ৯

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়ীসহ ৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৬ জুয়াড়ীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) উত্তম কুমার দাস নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানা এলাকা হতে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে ৬জন জুয়াড়ীকে আটক করেন। জুয়াড়ীরা হলেন, কোতোয়ালীর চরশ্রীকলদির মোহাম্মদ আলী ভূট্রো(৫২), মুক্তাগাছা থানার সেওড়াজানি বড়তলের, জামির উদ্দিন(৪০), ফদিয়ারচর গ্রামের মোঃ সেলিম (২৫) কোতোয়ালীর শ্রীকলদি গ্রামের মোঃ কালন(৩০), তারাকান্দা থানার হরিয়াগাই গ্রামের আজিজুল(৩০) ও বীরবওলার মোঃ জামিরুল (২৫)।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় হতে চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা, নুরুল্লাহ(২৬), ধোবাউড়ার গোয়াতলা স্কুল রোডের আল আমিন(২৪)কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই আকরাম হোসেন ১টি সিআর বডি তামিল করেন। সিআর বডি কোতোয়ালীর বাড়েরারপাড় ভাটিপাড়া, মোছাঃ ফরিদা খাতুন গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।