You must need to login..!
Description
উত্তরাঞ্চল পাবনা থেকে আব্দুল খালেক খান পিভিএম ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ১১ নাটোর ডোমেইনের অধীন নাটোর জোনের নাটোর অঞ্চল কর্তৃক আয়োজিত মাঠ পর্যায়ের শাখা কর্মীদের ত্রৈমাসিক কার্য অগ্রগতি পর্যালোচনা,২০২২/২৩ অর্থ বছরের পরিকল্পনা ও বাজেট বিষয়ক কর্মশালা নাটোর এরিয়া অফিস কার্যালয়ে ২০/৫/২২ তারিখ অনুষ্ঠিত হয়। টিএমএসএসের নাটোর এরিয়া প্রধান মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর ডোমেইনের ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জোনের জোন প্রধান এস এম আরিফুল বাশার।কর্মশালায় সংস্থার ২০২২/২৩ অর্থ বছরের বার্ষিক পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নের কৌশল আলোকপাত ও কর্মকৌশল নির্ধারণ বিষয় নিয়ে আলোচনা করেন ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া। তিনি নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে সংশ্লিষ্ট এলাকায় কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করনের জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।পাশাপাশি সংস্থার বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। বিশেষ অতিথি উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। এ এরিয়ার কাফুরিয়া শাখার মাঠ কর্মী বাষিক টার্গেট পূরণ করায় মোছাঃ নিপা খাতুন কে প্রতিষ্ঠানেে পক্ষ থেকে পুরস্কৃত করা হশ। কর্মশালায় এ অঞ্চলের ৪টি শাখার ২১জন মাঠ কর্মী অংশ নেয়।