স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় মাদক ব্যবসাযীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর থানার আকুয়া কান্দাপাড়া সাকিনস্থ ফুলবাড়িয়া-ময়মনসিংহ পাকা রাস্তার উপর মোঃ চান মিয়ার চায়ের দোকানের সামনে হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী উজান ঘাগড়ার মোঃ মমিন(২৭)কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে একটি সুইচ গিয়ার চাকু। যাহা বাটসহ লম্বা ১০ ইঞ্চি, যার বাটে কাঠ কালার উডেন ফাইবার সংযুক্ত যাহার ধারালো অংশে ইংরেজিতে U.S.A SUPER KNIFE লেখা আছে। যাহার এক অংশে ধারালো অপর খাজ কাটা, যাহার সুইচ নষ্ট উদ্ধার করেন।
এসআই(নিঃ) দিদার আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর থানার টাউনহল মোড় হইতে পর্নোগ্রাফী মামলার আসামী সিরাজগঞ্জ বেলকুচি থানার ,শেল বরিষার রকিবুল ইসলাম @ রাফি(২২)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর থানার শিকারীকান্দা এলাকা হতে দস্যুতার চেষ্টা পুরাতন মামলার আসামী মাসকান্দা হাইস্কুল রোড, মাহবুব কাউসিলর এর বাসার পার্শ্বে) মোঃ ফারুক (৩৮)কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ)মানিকুল ইসলাম, এএসআই(নিঃ) খন্দকার জামাল উদ্দিন, এএসআই(নিঃ) আবুল কালাম আজাদ ১টি জিআর বডি তামিল করেন।
জিআর বডি -বলাশপুর, হাক্কানী সমজিদের পিছনে মোঃ রিপন, ও ময়মনসিংহ সিআর সাজা বডি ন১০/ঘ, ১ হরিকিশোর রায় রোড মোঃ ওয়ায়েজ হাসান আলালপুরের মোঃ সোহেল মিয়া,কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।