You must need to login..!
Description
উত্তরাঞ্চল পাবনা থেকে আব্দুল খালেক খান ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের PKSF এর সহায়তায় পরিচালিত কুমিল্লা সিটি কর্পোরেশনে LICHSP এর কার্যক্রম বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল পরিদর্শন করেন। গতকাল ২০/৫/২২ তারিখ কুমিল্লা সিটি করর্পোরেশনের বিভিন্ন এলাকার উপকারভোগী সদস্যদের মধ্যে বসতি বাড়ি ও তাদের অবস্থা পরিদর্শন করা হয়। পরিদর্শন কালে বিশ্ব ব্যাংকের Country Director Merrcy Miyang Tembon, Parctice Manager Robin Mearns, PKSF এর জি এম এ কে এম নুরুজ্জামান, টিএমএসএসের নির্বাহী পরামর্শক মোঃ খায়রুল ইসলাম সহকারী সেক্টর প্রধান হেম মোঃ মাহাবুবর রহমান সহ বিশ্ব ব্যাংক টিএমএসএস ও PKSF এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সকল সংস্থার প্রতিনিধি দলের সদস্যরা LICHSP কার্যক্রমের আওতায় তিন জন উপকার ভোগী সদস্যদের মধ্যে বিতরণকৃত ও নির্মিত বাড়ি সরেজমিন পরিদর্শন করেন। প্রতিনিধি দল উপকার ভোগী সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে মত বিনিময় করেন। মতবিনিময় কালে উপকার ভোগী সদস্যরা জানান তাদেরকে বাড়ি নির্মান করে দেওয়ায় তাদের নিজের ও টিএমএসএসের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তাদের সন্তানরা পড়াশোনার পরিবেশ পেয়ে মনোযোগী হয়েছে। উপকার ভোগী সদস্যদের কে বাড়ি নির্মান করে দেওয়ার জন্য তারা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে টিএমএসএসের কর্মকর্তাদের সাথে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় টিএমএসএসের পক্ষে কর্মকর্তারা ভবিষ্যতে ফান্ড চালু রাখার জন্য বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের প্রতি আহবান জানান। প্রতিনিধি দলের সদস্যরা তাদের কর্মসূচী অব্যাহত রাখার চেষ্টা করবেন বলে জানান। সেই সাথে প্রতিনিধি দলের সদস্যরা LICHSP প্রকল্পে কমকান্ডেে ভূয়সী প্রশংসা করেন। এ প্রকল্প ২০১৭ সাল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় পরিচালিত হয়ে আসছে। এ পর্যন্ত কমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৩২০০ জন সুবিধা ভোগী সদস্যদের সাথে বাড়ি নির্মান করে দিয়েছে। টিএমএসএসের কর্মকর্তারা জানান তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি কে আরো বেগবান ও গতিশীল করতে কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার বিষয়েও আলোচনা করা হয়। কার্যক্রম পরিদর্শন কালে স্থানীয় এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।