কুশমাইল পিএফএ ব্রি-৭৪ ও বঙ্গবন্ধু-১০০ জিঙ্ক ফোর্টিফাইড ধানের মাঠ দিবস পালিত

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে ঃ উপজেলার কুশমাইল পিএফএ বঙ্গবন্ধু-১০০ এবং ব্রি-৭৪ সংগ্রহের পর জিঙ্ক ফোর্টিফাইড জাতের ধান প্রদর্শনের মাঠ দিবস পালন করেছে। আয়োজনে ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
উপস্থিত ছিলেন কমিউনিটি কৃষক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা-প্রীতিশ চন্দ্র পাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা-ইয়াসরিন আক্তার, ফুলবাড়ীয়া এপি প্রোগ্রাম অফিসার-শ্যামলা শান্তি কোড়াইয়া, জুনিয়র প্রোগ্রাম অফিসার-রিমা রেবেকা মুর্মু, ইউপি সদস্য, ভিডিসি নেতৃবৃন্দ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ও প্রান্তিক কৃষকরা মাঠ দিবসে অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ব্রি-৭৪ এবং বঙ্গবন্ধু-১০০ ধানের পুষ্টিগুণ ও কার্যকারিতা নিয়ে বক্তব্য রাখেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া, দুই কৃষক এই মাঠ দিবসে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই মাঠ দিবসে, কৃষকরা তাদের জিঙ্ক ফোর্টিফাইড ধান প্রদর্শনের প্রথম অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং এর উপকারিতা বিবেচনা করে তারা ভবিষ্যতে জিঙ্ক ফোর্টিফাইড ব্রি-৭৪ এবং বঙ্গবন্ধু-১০০ ধান চাষ করার সিদ্ধান্ত প্রকাশ করেন।##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার