স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ও পরোয়ানাভুক্তসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই হারুনুর রশিদেও নেতৃত্বে একটি টীম বনপাড়া থেকে নারী ও শিশু মামলার আসামী মুকসেদুল মিয়া, এসআই উজ্জল সাহার নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে চুরি মামলার আসামী বিল্লাল হোসেনকে গ্রেফতার করে। এছাড়া এএসআই শাহজালাল মিয়া ইটাখোলা রোড এলাকা থেকে আদালতের পরোয়ানাভুক্ত চঞ্চল ওরফে গিটুকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।