পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের কর্মকর্তাদের সাথে গত মঙ্গলবার বগুড়ার ফাইভ স্টার হোটেল মমইনে যুক্তরাষ্ট্র ভিত্তিক আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এলিসন ক্যারেজ ও আইসিডিডিআরবির সাইন্টিস্ট ডাঃ ফাহমিদা তোফায়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টিএমএসএস উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষা ও ক্ষুদ্রঋণ বিষয়ক মতবিনিময় সভা করেন। আমেরিকার এ প্রতিষ্ঠানটি টিএমএসএস’র সাথে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য ও জীবন-জীবিকার মান উন্নয়নে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছে। আলোচনায় বগুড়া সহ সারা দেশ ব্যাপি টিএমএসএসের বিভিন্ন মানবিক কর্মসূচি সম্পর্কে তারা অবহিত হন। টিএমএসএসের এ সকল মানবিক কার্যক্রমে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রতিনিধি দলের সদস্যরা এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগমের শারীরিক সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন। আলোচনা ও মতবিনিময় সভায় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।