বরিশালে টিএমএসএসের কলাপাড়া শাখা পরিদর্শন করলেন ডোমেইন প্রধান

বরিশালে টিএমএসএসের কলাপাড়া শাখা পরিদর্শন করলেন ডোমেইন প্রধান

May 30, 2022 304 Views

উত্তরাঞ্চল পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।।  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৮ বরিশাল ডোমেইন প্রধান মোঃ আব্দুর রব ২৯/৫/২২ তারিখ বরিশাল জোনের আমতলী এরিয়ার কলাপাড়া শাখা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন। শাখা পরিদর্শনে তিনি কর্মকর্তাদের সাথে ঋন বিতরন,খেলাপি,মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ের কলাকৌশল ও শাখার সার্বিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
টিএমএসএসের কলাপাড়া শাখার প্রধান মোঃ সোহেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ আব্দুর রব।বিশেষ অতিথি ছিলেন টিএমএসএসের আমতলী এরিয়া প্রধান মোঃ ফরিদুল ইসলাম। প্রধান অতিথি খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে যত্নশীল আচরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।ঋণের ঝুঁকিমুক্ত রাখার কলাকৌশল নিয়েও তিনি আলোচনা করেন।সংস্থার বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।পরে ডোমেইন প্রধান মোঃ আব্দুর রব আমতলী শাখার কর্ম এলাকার মোস্তফাপুর গ্রামের বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণী সদস্য ও তাদের অভিভাবকদের সাথে বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণের কুফল নিয়ে আলোচনা করেন। আলোচনায় ঋণী সদস্যরা দ্রুত বকেয়া ঋণের টাকা পরিশোধ করার আশ্বাস দেন। এ সময় শাখা প্রধান মোঃ সোহেল হোসেন উপস্থিত ছিলেন।শাখায় আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের কলাপাড়া শাখার কর্মকর্তা শ্রীমতী অপু রানী, মোছাঃ আকলিমা বেগম,মোঃ মামুন হোসেন, মোঃ আঃ রহমান, মোঃ আলামীন হোসেন ও মোঃ হিরু মিয়া প্রমুখ।

সাম্প্রতিক