৬০ বছরে বৃদ্ধাকে ধর্ষণের মামলায় যুবক হানিফ র‌্যাবের হাতে গ্রেফতার

৬০ বছরে বৃদ্ধাকে ধর্ষণের মামলায় যুবক হানিফ র‌্যাবের হাতে গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় আবু হানিফ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

হানিফ উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি মাইজপাড়া এলাকার মৃত আব্দুর রহিম খানের ছেলে।শুক্রবার (৩ জুন) দুপুরে র‍্যাব-১৪ এর অখফস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, ওই বৃদ্ধার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। গত ২৮ মে দিনগত রাতে ওই বৃদ্ধা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে আবু হানিফ ওই বৃদ্ধাকে ঘর থেকে বের করে ধর্ষণ করেন এবং এ ঘটনা কারো সঙ্গে শেয়ার করলে তাকে মেরে ফেলার হুমকি দেন। এরপর বিষয়টি জানাজানি হলে গত ২৯ মে ওই বৃদ্ধা তার আত্মীয়দের সহায়তায় থানায় ধর্ষণ মামলা করেন। মামলা দায়ের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২ জুন) ভোরে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আবু হানিফকে গ্রেফতার করা হয়।

মেজর আখের মুহম্মদ জয় বলেন, আবু হানিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।