You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ীস ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ১৯নং বড় কালীবাড়ী বাইলেন আঃ ওয়াহেদ(এডভোকেট) এর বাসার সামনে হতে সেহড়া ধোপাখোলা মুন্সী বাড়ী(ভাসমান) মাদক ব্যবসায়ী মোঃ হোসেন আলী(২৮), -৫৭/এ দৌলত মুন্সী বাইলেনের আরিফ হাসান ওরফে তানভীর(২৪), ৪নং মহারাজা রোড, মোঃ রকি (২৪)কে গ্রেফতার করা হয় এবং আসামীদের নিকট হতে মোট ৪৫(পঁয়তাল্লিশ)পিস ইয়াবা ট্যাবলেট যার ওজন ০৪.৫০ গ্রাম উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার নিয়মিত মামলার আসামী বি-বাড়ীয়া জেলা সদরের পইটতলা সরকারপাড়া দেলোয়ার হোসেন (৪৫), এপি/সাং-বাসা নং-১১৫ জনৈক মঞ্জুরুল বারী সাহেব সানকিপাড়া বাজার, কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ)ত্রিদীপ কুমার বীর এবং এএসআই(নিঃ) রেজাউল করিম প্রত্যেকে ০১টি করে সিআর সাজা বডি তামিল, এসআই তাইজুল, এসআই আমিনুল ইসলাম, এএসআই শওকত হোসেন, প্রত্যেকে ০১টি করে জিআর বডি তামিল এবং এসআই তাইজুল ইসলাম, এএসআই আব্দুস সাত্তার, এসআই মানিকুল ইসলাম, এএসআই মোজাম্মেল হক, এএসআই দুলাল চন্দ্র রায়, এএসআই আবুল কালাম আজাদ প্রত্যেকে ০১টি করে সিআর বডি তামিল মোট ০৩টি জিআর, ০২টি সিআর সাজা এবং ০৬টি সিআর বডি তামিল করেন।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।