পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৪ রংপুর ডোমেইনের অধীন ৫ টি জোনের জোন প্রধান ও ২১ টি অঞ্চলের অঞ্চল প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের কার্যঅগ্রগতি পর্যালোচনা,২০২২/২৩ অর্থ বছরের কর্মপরিকল্পনা ও বার্ষিক বাজেট বিষয়ক কর্মশালা ৬/৬/২২ তারিখ টিএমএসএসের রংপুর অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের অপারেশন ৪ রংপুর ডোমেইনের ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংস্থার বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক ৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের সহকারী সেক্টর প্রধান ও পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান এবং পরিচালক অর্থ মোঃ আবুল বাশার ভূইয়া।
দিন ব্যাপি কর্মশালায় সংস্থার কার্য অগ্রগতি পযালোচনা,২০২২/২৩ অর্থ বছরের কর্মপরিকল্পনা,বার্ষিক বাজেট বাস্তবায়নের কলাকৌশল নির্ধারণ বিষয়ক আলোচনা করেন প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান। তিনি নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে এ এলাকায় কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।পাশাপাশি সংস্থার বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। বিশেষ অতিথি পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। অপর বিশেষ অতিথি পরিচালক অর্থ মোঃ আবুল বাশার ভূইয়া কর্মকর্তাদের জানান তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি কে আরো এগিয়ে নিতে ও গতিশীল করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। সারাদিন ব্যাপি কর্মশালায় রংপুর ডোমেইনের ৫ টি জোনের ৫ জন জোনাল ম্যানেজার,২১টি অঞ্চলের ২১জন এরিয়া প্রধান এ কর্মশালায় অংশ নেয়।কর্মশালায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়।টিএমএসএসের মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন ঋণ বিতরন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপনির্বাহী পরিচালকের ব্যক্তিগত সচিব মোঃ আল মেহেদী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।