চট্টগ্রাম টিএমএসএসের নবাগত মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা 

চট্টগ্রাম টিএমএসএসের নবাগত মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা 

June 12, 2022 117 Views

আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৫ চট্টগ্রাম ডোমেইনের অধীন চট্টগ্রাম দক্ষিণ জোন কর্তৃক আয়োজিত নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীদের ওয়াটার ক্রেডিট ট্রেনিং কর্মশালা গতকাল চট্টগ্রাম দক্ষিণ জোন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জোনের জোন প্রধান মোঃ মাসউদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নিদর্শনা মূলক বক্তব্য দেন অপারেশন ৫ চট্টগ্রাম ডোমেইনের ডোমেইন প্রধান শুভাশিষ সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডোমেইন অফিসের জোনাল প্রধান মোঃ সেলিম (প্রশাসন)।প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেন টিএমএসএসের চাঁদগাঁও এরিয়া প্রধান মোঃ মোক্তাদির রহমান ও অতিথি প্রশিক্ষক ছিলেন টিএমএসএসের চট্টগ্রাম বিভাগের ট্রেনিং কো- অর্ডিনেটর মোঃ তাজউদ্দিন তাজ।কর্মশালায় টিএমএসএসের কর্ম এলাকার মানুষের মধ্যে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারে সচেতন করতে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীদের প্রতি আহবান জানান ডোমেইন প্রধান শুভাশিষ সাহা। ট্রেনিংয়ে স্বাস্থ্য সম্মত টয়লেট, নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করেন চট্টগ্রাম দক্ষিণ জোনের জোন প্রধান মোঃ মাসউদুর রহমান। এ প্রশিক্ষণ কর্মশালায় দক্ষিণ জোনে নতুন নিয়োগ প্রাপ্ত ১৯ জন মাঠ কর্মী অংশ নেয়।
এর আগে অপারেশন ৫ চট্টগ্রাম ডোমেইনের উত্তর জোন কর্তৃক আয়োজিত কুমিরা এরিয়া অফিস কার্যালয়ে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীদের অনুরূপ কর্মশালা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জোনোর জোন প্রধান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ট্রেনিং কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডোমেইন ডোমেইন প্রধান শুভাশিষ সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোনাল প্রধান প্রসাশন মোঃ সেলিম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কুমিরা এরিয়া প্রধান মোঃ জেহাদ আলী ও টিএমএসএসের চট্টগ্রাম বিভাগের ট্রেনিং সমন্বয়কারী মোঃ তাজউদ্দীন তাজ। চট্টগ্রাম উত্তর জোনে নতুন নিয়োগ প্রাপ্ত ১৬ জন মাঠ কমী কর্মশালায় অংশ নেয়।

সাম্প্রতিক