পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৭ সিলেট ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক ১৬/৬/২২ তারিখ সিলেট জেলার কোম্পানীগঞ্জ,গোয়াইন ঘাট,কানাইঘাট ও গোলাপগঞ্জ অঞ্চলের বিভিন্ন বন্যা দূর্গত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। তিনি কোম্পানীগঞ্জ শাখা, গোয়াইনঘাট শাখা ও গোলাপগঞ্জ শাখার অধীন বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতি গ্রস্থ টিএমএসএস সদস্যদের বাস্তব অবস্থা দেখতে এলাকাগুলি পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি সংস্থার সদস্য ও অন্যদের খোঁজ খবর নিয়ে কিছু সমস্যার সমাধান করেন।মোঃ আসাদুল হক বন্যায় ক্ষতি গ্রস্থ টিএমএসএস সদস্যদের ধৈর্য্য ধারণ করতে আহবান জানান। তিনি আরো জানান,দেশের যে কোন দূর্যোগ মূহুর্তে টিএমএসএস আপনাদের ও সাধারণ মানুষের পাশে ছিলো,আছে ও ভবিষ্যতে থাকবে। এসময় তার সাথে ছিলেন সিলেট জোনের,জোন প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন,কোম্পানীগঞ্জ শাখা প্রধান মোঃ জাহাংগীর হোসেন,গোলাপগঞ্জ শাখা প্রধান মোঃ আঃ মালেক ও গোয়াইমঘাট শাখা প্রধান মোঃ আব্দুল মজিদ প্রমুখ।পরে ডোমেইন প্রধান টিএমএসএসের গোলাপগঞ্জ অঞ্চল অফিসে তিনটি শাখার প্রধানদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। মাঠ পর্যায়ের কর্মীদের কার্য অগ্রগতি,২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক পরিকল্পনা ও বাজেট নিয়ে আলোচনা করেন। তিনি বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় কার্যক্রমে সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আদায় করার পরামর্শ দেন।তিনি এ সময় কর্মকর্তাদের ধৈর্য্য ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটিকে আরো বেগবান ও গতিশীল করতে কঠোর পরিশ্রম করতে আহবান জানান।