সিলেটে পূনরায় বন্যা পরিস্থিতি অবনতিঃ টিএমএসএসের ডোমেইন প্রধানের দূর্গত এলাকা পরিদর্শন

সিলেটে পূনরায় বন্যা পরিস্থিতি অবনতিঃ টিএমএসএসের ডোমেইন প্রধানের দূর্গত এলাকা পরিদর্শন

BMTV Desk No Comments

পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।।  বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৭ সিলেট ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক ১৬/৬/২২ তারিখ সিলেট জেলার কোম্পানীগঞ্জ,গোয়াইন ঘাট,কানাইঘাট ও গোলাপগঞ্জ অঞ্চলের বিভিন্ন বন্যা দূর্গত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। তিনি কোম্পানীগঞ্জ শাখা, গোয়াইনঘাট শাখা ও গোলাপগঞ্জ শাখার অধীন বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতি গ্রস্থ টিএমএসএস সদস্যদের বাস্তব অবস্থা দেখতে এলাকাগুলি পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি সংস্থার সদস্য ও অন্যদের খোঁজ খবর নিয়ে কিছু সমস্যার সমাধান করেন।মোঃ আসাদুল হক বন্যায় ক্ষতি গ্রস্থ টিএমএসএস সদস্যদের ধৈর্য্য ধারণ করতে আহবান জানান। তিনি আরো জানান,দেশের যে কোন দূর্যোগ মূহুর্তে টিএমএসএস আপনাদের ও সাধারণ মানুষের পাশে ছিলো,আছে ও ভবিষ্যতে থাকবে। এসময় তার সাথে ছিলেন সিলেট জোনের,জোন প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন,কোম্পানীগঞ্জ শাখা প্রধান মোঃ জাহাংগীর হোসেন,গোলাপগঞ্জ শাখা প্রধান মোঃ আঃ মালেক ও গোয়াইমঘাট শাখা প্রধান মোঃ আব্দুল মজিদ প্রমুখ।পরে ডোমেইন প্রধান টিএমএসএসের গোলাপগঞ্জ অঞ্চল অফিসে তিনটি শাখার প্রধানদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। মাঠ পর্যায়ের কর্মীদের কার্য অগ্রগতি,২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক পরিকল্পনা ও বাজেট নিয়ে আলোচনা করেন। তিনি বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় কার্যক্রমে সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আদায় করার পরামর্শ দেন।তিনি এ সময় কর্মকর্তাদের ধৈর্য্য ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটিকে আরো বেগবান ও গতিশীল করতে কঠোর পরিশ্রম করতে আহবান জানান।