নাটোরে টিএমএসএসে নবাগত মাঠ কর্মীদের ওয়াটার ক্রেডিট কর্মশালা অনুষ্ঠিত

নাটোরে টিএমএসএসে নবাগত মাঠ কর্মীদের ওয়াটার ক্রেডিট কর্মশালা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।।  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের অধীন নাটোর জোন কর্তৃক আয়োজিত টিএমএসএসে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীদের ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের আয়োজনে একদিনব্যাপী কর্মশালা ১৭/৬/২২ তারিখ নাটোর ডোমেইন অফিসের ট্রেনিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাটোর জোনের জোন প্রধান এ এস এম আরিফুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন অপারেশন-১১,নাটোর ডোমেইনের ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর এরিয়া প্রধান মোঃ আতিকুর রহমান।সারাদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন টিএমএসএসের নাটোর জোন প্রধান এ এস এম আরিফুল বাশার ও নাটোর এরিয়া প্রধান মোঃ আতিকুর রহমান।কর্মশালায় টিএমএসএস-এর কর্ম এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারে সচেতন করতে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীদের প্রতি আহবান জানান ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।তিনি ট্রেনিংয়ে স্বাস্থ্য সম্মত টয়লেট,নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করেন। এ প্রশিক্ষণ কর্মশালায় নাটোর জোনের নতুন নিয়োগ প্রাপ্ত ১৭টি শাখার ২৩ জন মাঠ কর্মী অংশ গ্রহণ করেন।প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীদের মধ্যে একটি করে ব্যাগ ও উপকরণ বিতরণ করা হয়।